মৌসুমের শুরুতেই চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপামাত্রা। আগের দিন বুধবার ছিলো ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে চুয়াডাঙ্গা ও আশপাশ অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। সকালের দিকে সূর্যের দেখা মিলছে দেরিতে। ফলে ভোগান্তি পড়ছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা।
এদিকে, শীতের কারণে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগিরা বেশি আসছেন হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন অন্তত ৫০-৬০ জন রোগি ভর্তি হচ্ছেন। যারা শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার আক্রান্ত।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত কয়েকদিন থেকেই তাপমাত্রা কমে আসছে। আকাশে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে আগামী দু’একদিনের মধ্যে আকাশে মেঘলা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।