জীবননগর অফিস:-
জীবননগরে সারা বাংলা এসএসসি ৮৮ ব্যাচের আয়োজনে শীতার্তদের মাঝে রোববার সন্ধ্যায় শহরের মুন্সী মার্কেট চত্বরে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।সমাজের সুবিধা বঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,ভাইস চেয়ারম্যান আব্দুস সালমা ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। এছাড়া উপস্থিত ছিলেন,জীবননগর প্যানেল সদস্য জীবননগর প্র্রেসক্লাব সভাপতি এমআর বাবু,জীবননগর সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক,মমিন উদ্দিন,হাসানুজ্জামান পলাশ,শহিদুল ইসলাম,ইবাল উদ্দিন একরাম,নজরুল ইসলাম আবু বাক্কা,সাজ্জাদ হোসেন প্রমুখ।শীতার্তরা শীতবস্ত্র হিসাবে কম্বল পাওয়ায় তাদের চোখে মুখে হাসি ঝিলিক দেখা যায় এবং এসএসসি-৮৮ ব্যাচের সদস্যদের জন্য দোয়া করেন।
এসএসসি-৮৮ ব্যাচের জীবননগর প্যানেল প্রধান সাংবাদিক এমআর বাবু বলেন,আমরা স্বল্প পরিসরে কিছু শীতার্তদের মাঝে শীতের অন্যতম উপকরণ কম্বল দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সকলের সহযোগীতা পেলে আগামী আরো বেশী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা সম্ভব হবে।