জীবননগর অফিস:-
জীবননগর উপজেলার শহরের অতি জনগুরুত্বপুর্ণ ও ব্যস্ততম সড়ক জীবননগর বাসষ্ট্যান্ড থেকে চ্যাংখালীগামী সড়ক। এ সড়কটি দীর্ঘদিন ধরে প্রশস্তকরণের দাবী জানিয়ে আসছিলেন জীবননগর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।এই অবস্থায় সকলের দাবীকে গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা পরিষদ রাস্তার দু’পাশের স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা করেন।তারই ধারাবাহিকতায় রাস্তা প্রশস্তকরণের আগে রাস্তার দু’ধারে ব্যবসায়ীদের স্থাপনা অপসারন ও জেলা পরিষদের ভুমির সীমানা নির্ধারণে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেন।এসময় তারা বলেন,জীবননগর পৌর শহরকে যানজট মুক্ত রাখতে এবং পথচারী ও ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে চলাচলের নিমিত্তে রাস্তাটি জীবননগর বাসষ্ট্যান্ড থেকে দৌলৎগঞ্জ-মাঝিদিয়া স্থলবন্দর প্রশস্তকরণ করা হবে।রাস্তাটি পরিদর্শন কালে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এদিকে এমপি টগর ও জেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জু সড়কটি পরিদর্শনের সাথে সাথে সড়কের দু’ধারে বৈধ-অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসায়ী ও স্থাপনাকারীরা। এসব স্থাপনা অনেক ব্যবসায়ী কিংবা কথিত মালিকেরা ১৫-২৫ লাখ টাকায় ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন।রাস্তার ধারে দখল করে থাকা এসব স্থাপনা অপসারণের খবরে অনেকের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে।