জীবননগর থানা ক্যাম্পাসে দৃষ্টিনন্দন গোল ঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর থানা ক্যাম্পাসে বহু প্রত্যাশিত দৃষ্টিনন্দন গোল ঘরের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।শনিবার সকালে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বার্ষিক থানা পরিদর্শনে আসেন। তিনি থানা পরিদর্শনের আগে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের প্রচেষ্টায় উপজেলা শহরের বিশিষ্ট ঠিকাদার জাকাউল্লাহ’র সহযোগিতায় থানা চত্বরে সদ্য নির্মিত গোলঘরটি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও.সাজেদুর রহমান।

জীবননগর থানা স্থাপনের পর থেকে থানা সেবা নিতে আসা আগতদের বসার কিংবা অবকাশ কাটানোর মত নির্ধারিত কোন স্থান ছিল না। জেলার প্রতিটি থানায় এ ব্যবস্থা থাকলেও জীবননগর থানা ক্যাম্পাসে একটি গোলঘর ছিল উপজেলাবাসীর বহু প্রতাশার।থানা ক্যাম্পাসে একটি গোলঘর না থাকার কারনে থানায় ছোটখাটো ঘটনার আপস মীমাংসার কাজটি সংশ্লিষ্ট দারগা-পুলিশদেরকে বিভিন্ন স্থানে বসে নিস্পত্তি করতে হত।এক কারণে ভুক্তভোগীদের পাশাপাশি থানার অফিসার-ফোর্সদেরকেও ভোগান্তির শিকার হতে হত। এই অবস্থায় গত বছরের প্রথমদিকে বর্তমান ওসি আব্দুল খালেক যোগদানের পর বিষয়টি তার চোখে পড়ে। তিনি থানা চত্বরে একটি গোলঘর নির্মানে স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে।ওসি আব্দুল খালেকের আহবানে সাড়া দিয়ে থানা চত্বরে একটি দৃষ্টিনন্দন গোলঘর নির্মানে প্রতিশ্রুতি দেন বিশিষ্ট ঠিকাদার হাজী জাকাউল্লাহ। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি থানা ক্যাম্পাসে একটি পাকা দর্শণীয় গোলঘর নির্মান করে দেন। প্রতিশ্রুতির সর্বশেষ বাস্তবায়ন ঘটে শনিবার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের শুভ উদ্বোধনের মধ্যদিয়ে।উদ্বোধনী অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন,দামুড়হুদা-জীবননগর সার্কেল পুলিশ সুপার মুন্না বিশ্বাস,জাকাউল্লাহসহ থানার সকল পর্যায়ের অফিসার ফোর্স।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *