জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রাম থেকে একটি আলমসাধু চুরি হয়ে গেছে।পরিবারে আয়ের একমাত্র উৎস আলমসাধু গাড়ীটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনাটি রোববার রাতে সংঘটিত হয়েছে।
জীবননগর উপজেলার উথলী বাজারপাড়ার নিজাম উদ্দিন শাহীন হোসেন(৩০) বলেন,আমার বাবা নিজাম উদ্দিন একটি আলমসাধু গাড়ী চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। আমি পরিবারে সাধ্যমত যোগান দিয়ে থাকি। আমার বাবা প্রতিদিনের মত রোববার রাত ৯ টার দিকে আলমসাধু গাড়ীটি বাড়ীর উঠানে রেখে ঘুমিয়ে যান। পরের দিন সোমবার ভোরের দিকে ঘুম থেকে জেগে দেখেন যে,গাড়ীটি উঠানে নেই। অজ্ঞাত চোরেরা আলমসাধু গাড়ীটি কৌশলে বাড়ীর উঠান থেকে চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকি। কিন্তু কোথাও গাড়ীটির কোন সন্ধান পাইনি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে পুলিশি তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।###