জীবননগর অফিসঃ-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৬ জনকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, বুধবার হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জন মোটরসাইকেল চালকে ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা ও সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযান পরিচালনা কালে জীবননগর থানা পুলিশের একটি টিম আদালতকে সহযোগিতা করেন।