জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা মুলে অভিযান পরিচালন করেন। এসময় পুলিশ চারজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পুলিশ পরিচালনা করেন। গ্রেফতারকৃতদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে থানার অফিসার ফোর্স বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ উপজেলার রায়পুর গ্রামের রহম আলীর ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত রিপন হোসেন,দেহাটি গ্রামের মৃত মোদ্দাসের রহমানেরে ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত টিপু সুলতান,শিয়ালমারী গ্রামের শ্রী সুবল বিশ্বাসের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আশোক কুমার বিশ্বাস এবং ধোপাখালী গ্রামের মৃত খোশবারী মন্ডলের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত মিলন হোসেনকে গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সম্প্রতি সাজাপ্রাপ্ত ঘোষনা করেন। আমরা আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে তাদেরকে গ্রেফতা করি এবং শুক্রবার সকালের দিকে আদালতে সোপর্দ করি।###