জীবননগর অফিস:-
স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে মসজিদ মুখি করে গড়ে তুলতে জীবননগর আলিফ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে ব্যতিক্রমধর্মী কর্মসুচির আয়োজন করে। যে সব শিক্ষার্থীরা
টানা ৪০ দিন ফজর ও ঈশার নামাজ জামাতের সাথে নিয়মিত ভাবে আদায় করেছেন তাদেরকে চিহিৃত করে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা স্বরুপ ৫১ জনের মধ্যে বিশেষ পুরস্কার বিতরন করা হয়েছে।জীবননগর বাসষ্ট্যান্ড জামে মসজিদে শুক্রবার বাদ মাগরিব এ পুরস্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরন কালে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাসষ্ট্যান্ড জামে মসজিদের সভাপতি আব্দুল লতিফ অমল,মসজিদের ক্যাশিয়ার আবু জাফর,মসজিদের খতিব আক্তারুজ্জামান,ইমাম ওয়ালির রহমান,আলিফ ফাউন্ডেশনের পরিচালক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু,সাধারন সম্পাদক কামরুজ্জামান,ডা.রোকনুজ্জামান রুবেল।
জীবননগর আলিফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরিয়া এলাকার শিশু-কিশোর ও যুবকদেরকে মসজিদ মুখি করতে এবং তাদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে অনুপ্রেরণা মুলক কর্মসুচি বাস্তবায়ন করতে তাদের পুরস্কার বিতরন করে আসছেন। আলিফ ফাউন্ডেশনের সভাপতি ছোট বাবু বলেন,আমরা নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন কর্মসুচি বাস্তবায়ন করে আসছি। তবে এলাকার বিত্তবানেরা আমাদের এ কাজে সহযোগীতার হাত বাড়ালে আমরা মহতি এক কর্মসুচিকে আরো বেগবান করতে পারব।###