জীবননগর উথলীতে তাঁড়ি কেনার টাকা নিয়ে তিন মাতালের মধ্যে মারামারীতে এক মাতাল গ্রেফতার

জীবননগর অফিস:-

 

জীবননগর উপজেলার উথলীতে খেজুর রস দিয়ে তৈরী বিশেষ মাদক তাঁড়ী কেনার টাকা ভাগাভাগী নিয়ে তিন মাতালের মধ্যে সৃষ্ট মারামারীর ঘটনায় দু’মাতালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে  মারাত্মক ভাবে আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ফরহাদ হোসেন নামের এক মাতালকে গ্রেফতার করেছেন। ঘটনাটি সোমবার বিকালে উথলী বাসষ্ট্যান্ড এলাকায় সংঘটিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,জীবননগর উপজেলার উথলী ফার্মগেটপাড়ার আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম(২৮) একই গ্রামের তেঁতুলতলাপাড়ার নবী গোয়ালার ছেলে ফারুক হোসেন(২২) এবং বাসস্ট্যান্ডপাড়ার ইসরাফিল বাবুর্চির ছেলে ফরহাদ হোসেন(২৭) পার্শ্ববর্তী শিয়ালমারী গ্রাম থেকে খেজুর রস দিয়ে প্রস্তত মাদক তাঁড়ি কিনে তারা এক সাথে নিয়মিত পান করে। একই ভাবে তারা সোমবার বিকালে তাঁড়ি কেনার টাকা ভাগাভাগি নিয়ে তিনজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্য়ায়ে মারামারি ঘটে। মাদকসেবী আশরাফুল ও ফারুক হামলা করে অপর মাতাল ফরহাদের ওপর। এতে ফরহাদ মারাত্মক ভাবে আহত হয়।  এই ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যায় উথলী বাসষ্ট্যান্ডে আশরাফুল ইসলাম ও ফারুক হোসেন পেয়ে ফরহাদ ও তার ছোট ভাই ফয়সাল তাদেরকে হাতুড়ি পেটা করে মারাত্মক ভাবে আহত করে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে

জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি  করেন। কিন্তু আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সাথে জড়িত ফরহাদ হোসেন গ্রেফতার করা হয়েছে।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *