জীবননগর বাঁকায় ওরশ মাহফিলে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরন

মসলেম উদ্দিন,বাঁকা প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গার জীবনননগর উপজেলার বাঁকা গ্রামের কোল ঘেষে প্রবাহমান ভৈরব নদীর কুলে আত্মাধিক সাধক মোক্তার শাহের আস্তানায় বার্ষিক ওরশ অনুষ্ঠান উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত,হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে রোববার দুপুরে রান্না করা খাবার বিতরন করেন। ওরশ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দুপুর থেকে বিকাল পর্য়ন্ত এলাকার শত শত মানুষের মাঝে খাদ্য বিতরন চলে। পরবর্তীতে বাদ আসর ভক্তবৃন্দের মধ্যে আলোচনা ও দোয়া পরিচালনার মধ্যদিয়ে দিনের কর্মসুচির সমাপ্ত ঘোষনা করা হয়। দ্বিতীয় বার্ষিক এ অনুষ্ঠানে জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমান,বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শিক্ষানুবিশ অ্যাডভোকেট তরিকুল ইসলাম,সঙ্গীত শিল্পী তিতাস সিদ্দিকী সবুজ,ডা.শহিদুল ইসলাম,আশরাফুল ইসলাম,মারজুল হক,মহিদুল ইসলাম,দয়াল হোসেন,পিপুল হোসেন,আশাদুল হক আশা,জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *