জীবননগর অফিস:-
জীবননগর উপজেলা শহরে আধুনিক মানের অনন্য এক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নাম ‘কেয়ার সনো নার্সিং হোম এন্ড অর্থোপেডিক সেন্টার’। প্রতিষ্ঠানটির সোমবার এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সন্ধ্যায় কেক কাটা হয়। আনুষ্ঠানিক ভাবে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের পার্টনার ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ,ডা.রোকনুজ্জামান রুবেল,আনিসুর রহমান শিপলু,প্রতিষ্ঠানের খন্ডকালিন ডা.রুবিনা ইসলাম রুপা,ডা.জান্নাতুল ও ম্যানেজার সাইদুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ ও শিপলু বলেন,আমরা কয়েকজন মিলে সম্পূর্ণ সেবার মানসিকতা নিয়ে জীবননগর-দর্শনা মহাসড়কের জীবননগর হাসপাতাল সংলগ্ন স্থানে একটি মনোরম পরিবেশে ‘কেয়ার সনো নার্সিং হোম এন্ড অর্থোপেডিক সেন্টার’ প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রতিষ্ঠানের সকলের
অদম্য ইচ্ছাশক্তি আর আন্তরিকতায় আমরা আজ সফলতার এক বছর পূর্তি উদযাপন করছি। তবে সকলের সহযোগিতা পেলে শুধু ব্যবসায়িক মানসিকতায় নয়,সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠানটিকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটি যুগোপযোগী আধুনিক মানের মান সম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। উপজেলাবাসী যাতে কম খরচে আধুনিক মানের উন্নত চিকিৎসা সেবা পান,সে লক্ষ্যে নিবিড় ভাবে আমরা সকলেই কাজ করছি। আর পুরণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ####