জীবননগর ও দর্শনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান : ভ্রাম্যামান আদালতে ৪টি ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা

জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার  দর্শনা ও জীবননগরে খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর বিভিন্ন ভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে চারটি ইটভাটা মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তর। সোমবার বিকাল ৪ টায় খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শবিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ইনচার্জসহ অভিযান চালিয়ে দর্শনার ষ্টার ব্রিকস ও সুপার ব্রিকসে।পরিবেশ অধিদপ্তরের ৬ ক ধারায় ও ১৬ ধারার দন্ড বিধি মোতাবেক বিভিন্ন অপারাধে ষ্টার ব্রিকসের মালিক ইদ্রিস মিয়াকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। পরে সুপার ব্রিকসে অভিযান চালিয়ে একই অপরাধে সুপার ব্রিকসের মালিক ফরমান মিয়াকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।এসময় হুশিয়ারি করে দিয়ে বলেছেন কোন রকম ভাটায় কাঠ পোড়ানে চলবে না।
অভিযান টিমটি এর আগে দুপুর ২ টার দিকে  জীবননগর উপজেলার ২টি ইটভায়  অভিযান পরিচালনা করেন। এ অভিযানে জীবননগরে উপজেলার অনিক ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে অনিক ইট ভাটার মালিক রাজ্জাকে বিভিন্ন অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।পরে একই অপরাধে  এম এ আর ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। এ অভিযানিক দল সাংবাদিকদের জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে অবস্থিত ইদ্রিস আলীর স্টার ব্রিকস ও দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থিত ফরমান আলীর সুপার ব্রীকসের নামে
কয়েকদিন পূর্বে দর্শনায় দুটি ইটভাটার কারনে ৬ গ্রামের মানুষ অতিষ্ঠ,রাত- দিন ২৪ ঘন্টা খাল ও কৃষি জমির মাটি কাটার মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে  স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জের ধরে  সোমবার বিকালে পরিবেশ অধিদপ্তর  খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শবিরুল ইসলাম এর নের্তৃত্বে চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া গ্রামে অভিযানিক দল সত্যতা পাওয়ায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ লক্ষ করে ৪ লক্ষ টকা জরিমানা করেন।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও রায় প্রদান করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগী খুলনা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শবিরুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করেন।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *