জীবননগরে কৃষক জোটের মাসিক সভা অনুষ্ঠিত

জীবননগর অফিসঃ-

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষক জোটের মাসিক সাধারণ সভায় উথলীতে কৃষক হাট, প্রণোদনা জন্য চাষি বাছাইয়ে কৃষক জোটকে সম্পৃক্ত করার প্রস্তাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শনিবার বিকেলে জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষক হাট করার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত কৃষক হাটের বিষয়ে যত অগ্রগতি হয়েছে সেখানে কোনো বাধা আসেনি। হাট করতে হলে স্থানীয় নেতা ও প্রভাবশালীদের যুক্ত করতে হবে। হাট বাস্তবায়নের আগে কৃষকদের মতামত নিতে হবে। কৃষকেরা সেখান হাট চায় কি না সেটা আগে জানতে হবে।

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (ছোট বাবু) বলেন, কৃষক হাট বাস্তবায়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে। ওয়াদা করতে হবে হাট বাস্তবায়নে কেউ পিছু টান হবেন না। তাহলেই কেবল হাট বাস্তবায়ন সম্ভব। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক জোটের সহসভাপতি কোহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক চাষি রমজান, মো. শ্যামল, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. রিপন হোসেন প্রমুখ।###

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *