গৌরীপুর ( ময়মনসিংহ) সংবাদদাতা :
মসজিদে এশা নামাজরত অবস্থায় আব্দুল হেলিম খান পাঠান (৭৩) নামে এক মুসল্লির মৃত্যু মারা গেছেন। তিনি কিল্লাবোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী ছিলেন।
তিনি বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের পুত্র।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কোর্ট মসজিদে শনিবার রাতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মসজিদের অন্য মুসল্লিরা জানান, রাত ৭টা ২৫মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক পাল জানান, আব্দুল হেলিম খান পাঠানকে হাসপাতালে ৭টা ৪৫মিনিটের দিকে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি