নিজস্ব প্রতিবেদক:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক এলাকার হতদরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগান সামনে রেখে ইউনাইটেড বিজনেস ক্লাব, ঢাকার সহযোগিতায়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানা চত্বরে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রধান আব্দুল্লাহ্ আল-মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব দেলোয়ার হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান (লোটাস),প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুসহ আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,আলমডাঙ্গা থানার অফিসার ও ফোর্সবৃন্দ। উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।