নাঈমুর রহমান খান:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের আয়োজনে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত আলোচনা সভায় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় ও আন্দুলবাড়ীয়ার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে, আলোচনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছুজ্জামান আনিস, সহ সাধারণ সম্পাদক দেওয়ান ইয়াসিন উল্লাহ, কোষাধ্যক্ষ দাউদ হোসেন ,কার্যনির্বাহী সদস্য মোঃ খাজির আহম্মেদ ও নাঈমুর রহমান খান। আলোচনা সভা শেষে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দের উপস্থিতিতে কেক কাটা ও দোয়া পরিচালনা করা হয়। সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের মতামত ও সম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক। এরপর আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দুই সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক আনিছুজ্জামান আনিছ ও দাউদ হোসেন’কে সদস্য করে ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার আহবান জানানো হয়। এসময় উক্ত সভায় বক্তাগণ আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের স্থায়ী ভবন করণে করণীয়, নিয়মতান্ত্রিক ভাবে নতুন সদস্য আহবান ও অন্তভূক্তি, নিয়মিত মাসিক মিটিং, সততা ও নিষ্টার সাথে বর্তমান সাংবাদিকতায় আন্দুলবাড়ীয়ার সাংবাদিকদের করণীয় ও সুন্দর সমাজ গঠনে সংবাদকর্মীদের ভুমিকা শীর্ষক আলোচনা করেন।