জীবননগরে অসহায় দু:স্থ্ মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড সংগ্রহ করতে করণীয় শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময়

জীবননগর অফিস:-

জীবননগর উপজেলার অসহায়-দু:স্থ্ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ শীর্ষক একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা জীবননগর নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দলিল উদ্দিন দলু,গোলাম মর্তুজা বলেন,মুক্তিযোদ্ধাদের সরকার প্রতিমাসে মাসিক সন্তোষজনক সন্মানি দিলেও অনেক পরিবারের তাতে সংসার চলে না। উপজেলায় ১৭১ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১০০ জন ইন্তেকাল করেছেন। প্রয়াত অনেক মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রী থাকার কারণে দাম্পত্য জীবনে অনেক সন্তান সন্ততি নিয়ে সরকারী ভাবে তারা যে,মাসিক সন্মানি পান তা দিয়ে সংসার চালানো দায় হয়ে পড়ে। অন্যদিকে অনেক মুক্তিযোদ্ধার পরিবার রোগে-শোকে আক্রান্ত হলে কিংবা কন্যা দায়গ্রস্থ পরিবারকে আরো বিপাকে পড়তে হয়। ফলে তাদেরকে অন্যের দারস্থ্ হওয়া ছাড়া কোন উপায় থাকে না।

এদিকে মুক্তিযোদ্ধাদের নবনির্মিত যে কমপ্লেক্য্র করা হয়েছে সেই কমপ্লেক্য্রের তিনতলায় মুক্তিযোদ্ধা অফিসসহ যাবতীয় কাজ করতে হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের বর্তমান যে,বয়স সেই বয়সে সিড়ি দিয়ে তিনতলায় ওঠানামা করা কোন ভাবেই সম্ভব নয়। এমতাবস্থায় বয়সের ভারে ন্যুয়ে পড়া মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে একটি লিফট জরুরি হয়ে পড়েছে। বর্তমান লিফট না থাকার কারণে মুক্তিযোদ্ধারা বাধ্য হয়েই পুরাতন মুক্তিযোদ্ধা সংসদে অফিস করতে বাধ্য হচ্ছেন। কিন্তু পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপুর্ণ। এই অবস্থায় মুক্তিযোদ্ধাদের জন্য একটি ফান্ড সংগ্রহ জরুরি হয়ে পড়েছে। আর সেই জন্য সবার সহযোগীতায় জীবননগর উপজেলা একটি উপযুক্ত স্থানে মেলার আয়োজন করে ফান্ড সংগ্রহ করতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাংবাদিকসহ সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা কামনা করছে। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা ছাড়াও জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *