নাঈমুর রহমান খান:-
জীবননগরের আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিদ্যালয়ের সকল এস এস সি পরীক্ষার্থী,শিক্ষক -অভিভাবক, সুধীজনদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে এই সমাবেশের আয়োজন করা হয়। অত্র আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খান তারিক মাহমুদের প্রানবন্ত উপস্থাপনায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান , বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য গহর আলী শেখ, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির আহবায়ক হাজী আব্দুল খালেক, যুগ্ন আহবায়ক জামিরুল খান ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। এসময় উপস্থিত অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল অর্জন ও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রয়াসে মতবিনিময় করা হয়। মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃসাইদুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, ইসমত আরা খাতুন, নাসরিন সুলতানা,অভিভাবকদের মধ্যে শফিকুর রহমান হাবু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী বৃন্দ।