নিজস্ব প্রতিবেদক:-
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত নাইট গার্ডদের মাঝে শীতস্ত্র হিসাবে কম্বল বিতরন করে আসছেন। তারই ধারাবাহিকতায় এসপি মামুনের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার(জীবননগর-দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস বৃহস্পতিবার সকালে জীবননগর থানা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে জীবননগর উপজেলারর বিভিন্ন হাট বাজারের ৪৫ জন নাইট গার্ডের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক,সেকেন্ড অফিসার কেরামত আলী,নাহিরুল ইসলাম,রিয়াজুল ইসলাম,সোহাগ হোসেন,এএসআই রুহুল আমিন প্রমুখ। বিভিন্ন বাজারের নাইট গার্ডেরা শীতবস্ত্র কম্বল পেয়ে তাদের মুখে হাসি-খুশির ঝলক দেখা যায়। বিভিন্ন বাজারের দীর্ঘদিনের নাইট গার্ড হিসাবে কর্মরতদের দাবী তারা জীবনে এবারই প্রথম পুলিশের পক্ষ থেকে বাজারের নাইট গার্ডদের জন্য কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।###