সাজ্জাতুল ইসলাম, ,গৌরীপুর (ময়মননিংহ) সংবাদাতা :
শ্যালকের ছুরিকাঘাতে আব্দুস ছাত্তার (৬০) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। তিনি তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস ছাত্তার দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। ঘটনার পরই ঘাতক শ্যালক আলামিন (৩৫) পালিয়ে গেছেন। সে মৃত আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,আব্দুস ছাত্তার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় তাঁর ছোট শ্যালক আলামিন ধারালো কিরিচ দিয়ে পেটে উপর্যুপরি ছুরিঘাকাত করে পালিয়ে যায়। এসময় নিহতের স্ত্রী ফিরুজা আক্তারের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
নিহতের স্ত্রী ফিরুজা আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী আব্দুস ছাত্তারকে নিয়ে বাবার বাড়ি সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে বসবাস করছেন। ইতোমধ্যে তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও তিন মেয়ের জনক হয়েছেন। ছেলেমেয়েদের বিয়েও দিয়েছেন। পরিবারের তুচ্ছ বিষয়াদি নিয়ে শ্যালক আলামিন প্রায়ই আব্দুস ছাত্তারের সাথে ঝগড়া হতো।
নিহত ছাত্তারের ভাই সুরুজ আলী জানান, শ্যালক আলামিনের সাথে ঝগড়ার কারণে তার ভাই প্রায়ই বিসকায় নিজ বাড়িতে ফিরে যেতেন। সেখানে থাকার জন্য তিনি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। গত একসপ্তাহ আগে সাত্তারের স্ত্রী ফিরুজা তাদের সন্তানদের নিয়ে এসে আব্দুস ছাত্তারকে ফিরিয়ে নিয়ে যান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ঘাতক আলামিনকে গ্রেফতারের অভিযান চলছে।