জাহিদ হাসান স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ রাশেদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৪.০২.২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৫০ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন পৌরসভার লাল ব্রিজ সংলগ্ন জিহাদের চায়ের দোকানের দক্ষিণ পাশে থেকে ২৩ (তেইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামী ১। মোঃ রিপন আলী (৩৩), পিতা-মোঃ সোলেমান মন্ডল, সাং-মিয়াপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়। আজ সকালে আসামীকে আদালতে র্সোদপ করা হয়।