জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেনসিডিলসহ ঢাকা সাভারের মাদক ব্যবসায়ী সায়মন আহমেদ বাবকে(৩৭) আটক করেছেন। রোববার দুপুরের দিকে ধোপাখালী গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়। ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি সুত্র জানায়,জীবননগর উপজেলার মাধবখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা প্রতিদিনের মত রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাধবখালী গ্রামের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে তারা জানতে পারেন ঢাকা সাভার থেকে আগত এক যুবক ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে কৌশল অবলম্বন করেন বিজিবি সদস্যরা। এক পর্যায়ে মাধবখালী গ্রামের জোনাকীপাড়ার রাস্তা দিয়ে সায়মন আহমেদ বাবু নামের যুবকেকে বিজিবি সদস্যরা আটক করেন। এ সময় বিজিবি সদস্যরা তার নিকট থেকে ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত বাবু সাভার উপজেলার চাপাইন আইচা নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।