জীবননগর অফিস:
জীবননগর উপজেলার গয়েশপুরে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে একটি তুচ্ছ ঘটনায় দুর্বৃত্তের ক্ষুরের পোঁচের শিকার হয়ে রক্তাক্ত জখম হয়েছেন পুরাতন লক্ষীপুরের যুবক ফয়সাল মিয়া(২৩)। এ সময় তার মোটর সাইকেলটিও ভাংচুর করে ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর পৌর এলাকার পুরাতন লক্ষীপুরের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া বলেন,আমি ও আমার বন্ধু চঞ্চল মঙ্গলবার রাতে গয়েশপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শুনতে যাই। ওয়াজ মাহফিল চলাকালে রাত সাড়ে ১০ টার সময় আমরা রাস্তার ওপর আসলে গয়েশপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম শহিদের ছেলে রুবেল(৩০) আমার বন্ধু চঞ্চলকে আক্রমন করে। এই সময় আমি তাকে প্রতিবাদ করলে সে আমাদের ওপর হামলা চালিয়ে আমার বাম হাতে ক্ষুর মেরে রক্তাক্ত জখম করে। এ সময় রুবেল আমার মোটর সাইকেলটিও ভাংচুর করে। লোকজন আমাকে রক্ষা করেন। আমি লোকজনের সহযোগিতায় জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।