জাহিদ হাসান জিহাদ স্টাফ রিপোর্টার :
দর্শনায় সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় ইউনুস আলী (৫৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বোরবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউনুস আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে দর্শনার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়ায় সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে যাচ্ছিলেন ইউনুস আলী ও তার ভাতিজা অলিউল্লাহ (৩০)। পথের মধ্যে তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে পৌঁছালে একটি বালিভর্তি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন ইউনুস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি বালিভর্তি ট্রাক্টরের ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে চালক গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনার শিকার ইউনুস আলী নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনে। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে ইউনুসের মৃত্যু হয়। এদিকে, পারিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকালই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।