শেষ দিনে জীবননগরে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ২৬৭ প্রার্থীর মনোনয়ন জমা

জীবননগর অফিস:-

 

আগামী ১৬ মাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩১ জন, মেম্বার পদে ১৮০ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার (১৯ ফেব্রয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেজর আহম্মেদের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেজর আহম্মেদ বলেন, জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ৩১ জন, মেম্বার পদে রয়েছেন ১৮০ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ৫৬ জন প্রার্থী। আজ সোমবার দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে।’

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন- উথলী ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আযাদ, স্বতন্ত্র প্রার্থী আফজালুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্বাস উদ্দিন জোয়াদ্দার,লিমন ফেরদৌস ।

মনোহরপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সোহরাব হোসেন খান, স্বতন্ত্র কামর“জ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাজা মিয়া,ইসলামী আন্দোলনের আবু নাঈম ।

কে,ডি,কে ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোঃখাইর“ল বাশার শিপলু , স্বতন্ত্র প্রার্থী মোঃ তানভির হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুল হক।

বাঁকা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল কাদের প্রধান , স্তন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম মুন্সী,স্বতন্ত্র প্রাথী মাওলানা হাফিজুর রহমান,স্বতন্ত্র প্রার্থী রাজা আহাম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহাববুদ্দিন মালিতা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোঃ তরিকুল ইসলাম।

হাসাদহ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী রবিউল ইসলাম , স্বতন্ত্র প্রার্থী মোঃ সোহরাব বিশ্বাস ,স্বতন্ত্র প্রাথী মাও.ইসরাফিল হুসাইন, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল আকতার টলো বিশ্বাস ,জাতীয় পাটির সাংবাদিক  মতিয়ার রহমান ।

রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী তাহাজ্জদ মিজা , স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ শাহ ,স্বতন্ত্র প্রাথী সাজ্জাদ বিশ্বাস, স্বতন্ত্র প্রাথী মোঃ সাজ্জাদ হোসেন , স্বতন্ত্র প্রার্থী  মোঃ আব্দুল হান্নান। প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের দিন শেষ হয়েছে। সোমবার(২০ ফেব্রুয়ারি) যাচাই-বাছাইয়ের দিন সকল প্রার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *