গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুটি স্থাপন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম, মো. রুমান ও আবু কাউসার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছে গৌরীপুর থানা পুলিশ। পরে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে নিহতের ছেলে আতাউর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে অভিযুক্ত করে এ হত্যা মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুজ্জামান মজুদার জানান, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে পিডিবির বৈদ্যুতিক খুটি স্থাপন নিয়ে সাজ্জাদুল হকের সঙ্গে শিমুলদের বিরোধ চলছিল। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট ঠিকাদার শ্রমিক নিয়ে ওই বিদ্যুতের খুটি স্থাপনের কাজ শুরু করলে শিমুলসহ অন্যান্যরা তাতে বাঁধা দেন। এ সময় তাদের মধ্যে স্বশস্ত্র হামলা হলে সাজ্জাদুল হকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, এ ঘটনায় নিহতের উত্তেজিত স্বজন ও স্থানীয়রা প্রতিপক্ষের প্রায় অর্ধশত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং ঘরের মালামাল ও গরু ছাগল লুটে নিয়েছে।
পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। মামলায় অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।