জীবননগর অফিস:-
জীবননগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধীক স্কুল ছাত্রীদের সচেতনতা বিষায়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহসপ্রতিবার সকাল সাড়ে ১১টার সময় ইরেসপো-২য় পর্যায় বিআরডিবি জীবননগর উপজেলা শাখার আয়োজনে আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ২শতাধীক স্কুল ছাত্রীদের সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুতফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ,উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন কাজল,জীবননগর বিআরডিবির কর্মকর্তা মোঃজামিল আখতার প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর বিআরডিবির সহকারী কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম।