দর্শনা রেলপথের বিভিন্ন দাবীতে জীবননগরে বাংলাদেশ জাসদের পথসভা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে রেলপথে বিভিন্ন উন্নয়নের দাবীতে জীবননগর উপজেলায় বাংলাদেশ জাসদের আয়োজনে রোববার বিকালে পথসভা অনুষ্ঠিত হয়েছে।  ৬ দফা দাবী আদায়ের জন্য রেলপথ অবরোধ সফল করতে বিকালে জীবননগর বাসষ্ট্যান্ড চত্বরে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পরে একই দাবীতে উপজেলার পিয়ারাতলা,উথলী,মনোহরপুর বাসষ্ট্যান্ড চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।  দর্শনার রেলপথের উন্নয়নে ৬ দফাগুলো হচ্ছে-দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন থেকে দুইটি যাত্রবাহী ট্রেন পুণ: চালুর ব্যবস্থা,দর্শনা স্টেশনে মৈত্রী ট্রেন কলকাতা ও ঢাকাগামী যাত্রীদের জন্য আসন বরাদ্দসহ ওঠা ও নামার ব্যবস্থা করা,দর্শনা পুরাতন বাজার এবং(চুয়াডাঙ্গা-কালীগঞ্জ) মহাসড়কের রেলগেট ও এ ওভারপাস ও আন্ডারপাস নির্মান করতে হবে,রেলওয়ের নিজস্ব জায়গায়(মাদারতলা) একটি আধুনিক রেলওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মান করে রাজস্ব আয়ের ক্ষেত্র তৈরী এবং খুলনা-দর্শানা ডাবল লাইনকরণের কাজ দ্রুত শুরু করতে হবে,বেনাপোল এক্যপ্রেস ট্রেনে পুণরায় দুইটি এসি কোচসহ সাধাদরন কোচের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ট্রেন টিকিট এর কালোবাজার রোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। পথসভায় বক্তারা বলেন,২৭ ফেব্রুয়ারির মধ্যে এ সকল দাবী মানা না হলে ১ মার্চ রেলপথ অবরোধ করা হবে। আর জাতীয় স্বার্থে উক্ত রেলপথ অবরোধ কর্মসুচিতে দল-মত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষকে যোগদানের আহবান জানান। রেলপথ অবরোধ কর্মসুচি সফল করতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন,’দর্শনার জন্য আমরা’এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাসদের কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু,চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারন সম্পাদক সামসুল আলম,বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার,সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রশিদ,মাস্টার শফিকুল ইসলাম,মিলন মল্লিক,রকিবুল ইসলাম,নিয়াজ উদ্দিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *