জীবননগর অফিস:-
জীবননগরে আওয়ামীলীগ নেতার কান্ড সরকারি রাস্তার ইট তোলায় বিপাকে পড়েছেন ৯ টি পরিবার। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,প্রায় ৪০ বছর ধরে হরিহরনগর উত্তর পাড়ার সাধারন মানুষ একটি মাত্র ইটের রাস্তা দিয়ে যাতায়াত করছে। গত দুই দিন আগে হরিহরনগর গ্রামের আওয়ামীলীগ নেতা আশরাফ আলী ,মিঠুসহ বেশ কয়েকজন জোরপুর্বক রাস্তার ইট তুলে অন্য স্থান দিয়ে রাস্তা তৈরি করছেন স্থানীয় লোকজন বাধা দিলে তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে।অবশেষে হরিহরনগর গ্রামের হারুন বাদি হয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার রাস্তার ইট তোলা বন্ধ করে দেয়।ভুক্তোভোগী হারুন অভিযোগ করে বলেন,আমরা ৯টি পরিবার বসবাস করি তা ছাড়া এই রাস্তা না থাকলে আমাদের যাতায়াতে চরম সমস্যা হবে।আওয়ামীলীগ নেতা আশরাফ,মিঠু,জহির মিলে এই রাস্তার ইট গুলো তুলেছে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর উত্তেজিত হয়ে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে ।এই রাস্তাটি অনেক পুরাতন রাস্তা এখন তারা বলছে এই রাস্তা দিব না তারা এখন আমাদের কাছে রাস্তার জন্য জমি কিনতে বলছে আমরা গরিব মানুষ এখন রাস্তার জমি কিনবো কি ভাবে ।এই রাস্তা না থাকলে আমরা কেউ চলাচল করতে পারবো না।রাস্তার বিষয়টি আমরা সবাই মেম্বারকে বলেছি মেম্বার আরো উল্টো বলছে রাস্তার জমি ছেড়ে দাও তা না হলে তোমাদের উপর উরা হামলা চালাবে আমি কিছু বলতে পারবো না ।এ বিষয়ে আওয়ামীলীগ নেতা আশরাফের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তিনাকে পাওয়া যায়নি তবে মিঠুর সাথে বললে তিনি বলেন,যে রাস্তা দিয়ে সমস্যা হচ্ছে এই জমির মালিক আশরাফ এবং যেখান থেকে এখন রাস্তা হচ্ছে সে জমির মালিক ও আশরাফ তাই তিনি এক স্থান থেকে রাস্তার জমি দিতে চাচ্ছে সে জন্য আগের রাস্তার ইট তুলে নতুন রাস্তায় দেওয়া হচ্ছে তবে ইট তোলার বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে কিছু বলিনি।তবে বিষয়টি মিমাংশ করার জন্য চেষ্ঠা করা হচ্ছে।সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সাথে কথা বললে তিনি বলেন,হরিহরনগর গ্রামে রাস্তা নিয়ে যে সমস্যা সে বিষয় আমি শুনেছি এটা আমি সরেজমিনে দেখবো তার পর ব্যবস্থা নিব।জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান বলেন,হরিহরনগর গ্রামের রাস্তার ইট তোলার বিষয় একটি অভিযোগ পেয়েছিলাম অভিযোগ পাওয়া মাত্র সেখানে লোকপাঠানো হয় এবং রাস্তার ইট তোলা বন্ধ করা হয়েছে।