বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহিবুল হক ছোবদুল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার শিপলুর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্রোহী প্রার্থী মো. মহিবুল হক ছোবদুল বলেন, আমি মো. মহিবুল হক ছব্দুল আসন্ন ৮নং কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৩ এ স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ট কর্মী। দলের আনুগত্য বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করে আমি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনী মাঠে প্রচারনার সময় আমি দেখতে পাই দলীয় প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আগামী ১৬ মার্চ নির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দ্বিধা দন্দের সৃষ্টি হয়েছে। দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং দলীয় প্রতীক নৌকার প্রার্থীকে বিজয়ী করতে স্বেচ্ছায় নির্বাচন থেকে সমস্ত প্রকার প্রচার প্রচারনা থেকে বিরত থেকে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে থাকবো। বিদ্রোহী প্রার্থী মো. মহিবুল হক ছোবদুল তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- নৌকা প্রতীকের খায়রুল বাসার শিপলু এবং বিএনপির আনারস প্রতীকের তানভীর হোসেন রাজিব। সংবাদ সম্মেলনে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।