জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় উপজেলা পরিষদ চত্বরে মেলার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রোকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন প্রমূখ। মেলায় অংশগ্রহণকারী, সেরা কৃষক,তরুণ উদ্দোক্তাসহ সর্ব মোট ৩৫ জনকে পুরুস্কৃত করা হয়।