জীবননগর অফিস:-
জীবননগরে মোটর সাইকলে ছিনতাই মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিশকাত আলীসহ দুই জনকে গ্রেফতার করেছেন জীবননগর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতা মিশকাত আলী জীবননগর পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লাল মোহাম্মদের ছেলে। অন্যদিকে তার সাথে গ্রেফতার হওয়ায় অপর আসামি রিয়াজ আহম্মদ পৌর শহরের শাপলাকলিপাড়ার বাসিন্দা। তাহাদের বিরুদ্ধে এলাকায় মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধ মোটর সাইকেল ছিনতাই সিন্ডিকেটের সদস্য বলে পুলিশের দাবী। গ্রেফতারকৃত মিশকাত ও রিয়াজকে পুলিশ শনিবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করেন। এ বিষয়ে জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুর দাবী মিশকাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
জীবননগর থানার ওসি তদন্ত স্বপন কুমার বলেন, মিশকাত ও রিয়াজকে মোটর সাইকেল ছিনতাই মামলায় গ্রেফতার করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।