জীবননগর অফিস:-
জীবননগর থানা পুলশিরে অভযিানে নাশকতা মামলায় জামায়াতরে ৩ নেতাকর্মি আটক করেছে পুলশি।গত শুক্রবার রাতে জীবননগর উপজলোর বাঁকা ইউনয়িনের সুটিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটককৃত আসামীরা হলেন-সুটিয়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মহিউদ্দিন,মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে হোসেন আলী এবং মৃত নুর ইসলামের ছেলে আব্দুর রশিদ। গ্রেফতারকৃতদেরকে শনবিার আদালতে প্রেরণ করা হয়ছে। জীবননগর থানার ওসি তদন্ত স্বপন কুমার বলেন,সুটিয়া গ্রাম থেকে যাদেরকে গ্রেফথার করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা আছে।, তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।