জীবননগর অফিসঃ
জীবননগর শাখারিয়া দারুল উলুম বালক-বালিকা কওমী মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর একটার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া দারুল উলুম বালক-বালিকা কওমী মাদরাসায় আয়োজনে মাদরাসার হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখারিয়া দারুল উলুম বালক-বালিকা কওমী মাদরাসার সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা,শিক্ষক আব্দুস সামাদ,বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া,হাজী আবু বক্কর সিদ্দিক,হাজী আরিফুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, শাখারিয়া দারুল উলুম বালক-বালিকা কওমী মাদরাসার মুহতামীম আলহাজ হাফেজ মাও.ইকবাল হুসাইন।