জীবননগরে বিনা মুল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরন

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। কয়েক দফায় চার হাজার ২৯০ জন কৃষকদের মাঝে এ বিতরন কার্যক্রম চলবে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের হলরুমে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।

কৃষি অফিসার শারমিন আক্তার বলেন,উপজেলার তিন হাজার ২৯০ জন প্রান্তিক ও ক্ষুদ্র আউশ চাষিদের প্রত্যেককে বিনা মুল্যে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনা মুল্যে বিতরন করা হবে। উদ্বোধনী দিনে ১০০ জন কৃষককে এ সুবিধা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী তালিকাভুক্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ,সার বিতরন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *