জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে
জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১ টায় উপজেলার হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে ব্রিফিং প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার মো.রোকুনুজ্জামান বলেন, উক্ত কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ১৮টি, দ্বিতীয় পর্যায়ে ৫০টি, তৃতীয় পর্যায়ে ৮৫টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। চতুর্থ ১১টি পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। যাহা ২২শে মার্চ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।###