উপজেলা প্রতিনিধি:-
দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিলসহ আলোচিত এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।পুলিশ জানায় মঙ্গলবার ২১ মার্চ রাত ৮ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা রেল ইয়ার্ডে।এ সময় দর্শনা থানার এস আই রাম প্রসাদ সরকার, এস আই শামীম হোসেন, এ এস আই বশির আহমেদ,এ এস আই তুহিন হোসেন,এ এস আই হাফিজ, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় দর্শনা রেল ইয়ার্ড রেল লাইনের পাশে। এ সময় পুলিশ বকুল(৩৫) কে গ্রেফতার করে।তার স্বীকারোক্তিতে রেল ইয়ার্ডে তল্লাশি করে রেল লাইনের পাশে প্লাসষ্টিকের বস্তায় টেপ দিয়ে মোড়ানো ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।সে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের শফি উদ্দীন মোল্লার ছেলে। এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন বকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করছে। এবং বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয় তার নজরদারি রেখে রাত ৮ টার দিকে আমরা গ্রেফতার করি। আমরা মাদক নির্মৃলে আমরা কাজ করে যাচ্ছি।আমার দর্শনা থানা এলাকায় কোন মাদক থাকবে না। গতকালই তাকে এস আই রাম প্রসাদ সরকার, বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে