জীবননগরে রেইনবো গ্রামার স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান

জীবননগর অফিস:
প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ বৃত্তি অর্জন করেছে জীবননগর শহরের প্রথম সেমি ইংলিশ মিডিয়াম রেইনবো গ্রামার স্কুলের শিক্ষার্থীরা।  বুধবার সকাল সাড়ে ১০টার সময় এই সাফল্যের অংশ হিসাবে জীবননগর পৌর শহরের রেইনবো গ্রামার স্কুলের চত্ত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রেইনবো গ্রামার স্কুলের অধ্যক্ষ মোজাহার উদ্দীনের সভাপতিত্বে দৈনিক কালের কন্ঠের উপজেলা সংবাদদাতা মোঃ জহিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী  হাফিজুর রহমান হাফিজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক মুন্সি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহাবুবুর রহমান বাবু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল খবির, মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমান খাঁন নয়ন, রেইনবো গ্রামার স্কুলের সভাপতি আসিফ আনজুম পিয়াস। এসময় বৃত্তিপ্রাপ্ত মাহবুবা মেহজাবিন মেধা, সামিয়া খাতুন ও জুবাইল হোসেনের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন আগত অতিথি বৃন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *