বিশেষ প্রতিনিধি:-
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার সকল ব্যাংক ম্যানেজারদের সাথে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন সভাপতিত্ব করেন।
উক্ত মতবিনিময় সভায় ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন,সাধারণ মানুষ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। কাজেই প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সকলকেই ভাবতে হবে। ব্যাংকের ভেতরে এবং বাইরে বাধ্যতামূলক ভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
