জীবননগরে রকমারী আইটেমের ইফতারীর পসরা বসছে

জীবননগর অফিস:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জীবননগর শহরের হোটেলরেস্তরাগুলো নানা সাজে সজ্জিত করা হয়েছে। স্টিট ফুড বিক্রেতারাও বসে নেই। রোজাদারদের রসনা মেটানে দোকানের সামনে নানা আইটেমের ইফতারী নিয়ে পসরা সাজানো হচ্ছে। মজাদার এসকল ইফতারীর মূল্য নাগালের মধ্যে বলে জানানো হয়েছে।

জীবননগর শহরের বাঘাট মিষ্টি বাড়ি ইফতারীর নানা রকম পসরা সাজিয়েছে। আমিনুল ইসলাম জানান, পিঁয়াজু, বেগুনি আলুর চপের পাশাপাশি রয়েছে টিকিয়া, শামী কাবাব, জালি কাবাব, মাংশের চপ, ডিমের চপ, ভেজিটেবল রোল, সামুচা, নিমকী, নিমক, চিকেন রোল, জিলাপী, শাহী জিলাপি, আম জিলাপী, বুন্দে পাটি সাপটা পিঠা। দাম ১০ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত। কাজী ফ্যামিলি ডাইনে শিক কাবাব, হালিম, ডিমের চপ, শাহী চপ, কহিনুর চপ, মাংশের শাশি, চিকেন পাকুড়া পাওয়া যাচ্ছে। মূল্য টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত। ছাড়াও সিরাজ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট, হোটেল থ্রী স্টার, রয়েল ক্যাফে, ফুড গার্ডেনসহ রাস্তার পাশে স্টিট ফুড বিক্রেতারা বিক্রি করছে ফ্যাঞ্চ ফ্রাই, চিকেন, চিকেন পাকড়া, হালিম, চটপটিসহ নানা আইটেম। বিকেল হলেই মজাদার এসকল আইটেমের ইফতারী কিনতে রোজাদারদের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *