পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে ঘিরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দূরপাল্লাগামী যাত্রীবাহী পরিবহনে সচেতনতামূলক প্রচারণা

বিশেষ প্রতিনিধি:-

”বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দূরপাল্লাগামী যাত্রীবাহী পরিবহনে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন। যাত্রী সাধারনের যাত্রাপথে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা 999-এ কল করা এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সচেতনতামূলক এ প্রচার- প্রচারণা চালানো হয়। কর্মসুচির শুরুতে জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লাগ্রামী গণপরিবহনে সংশ্লিষ্ট গাড়ির নম্বর সম্বলিত সচেতনতামূলক ৯৯৯ স্টিকার লাগানো হয়।উক্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,আনিসুজ্জামান,ডিআিইও আলমগীর কবীর,জেলা বিশেষ শাখার অফিসার , ইনচার্জ শফিকুল ইসলাম,চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,টিআই(প্রশাসন) অলিউজ্জামানসহ জেলা বাস মালিক ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *