গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ টায় শ্যামগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলা অডিটোরিয়ামে জেলা প্রশাসকের তত্তাবধানে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০২ বান্ডিল ঢেউটিন ও ৪ লক্ষ ৯১ হাজার টাকা বিতরন করা হয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহ্ফুজুল আলম মাসুম, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, জেলা ত্রান কর্মকর্তা সানোয়ার হোসেন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফ সালমান রনি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এ সময় ক্ষতিগ্রস্থদের মাঝে ভ্রাম্যমান দোকান মালিক ১৫ জন পেয়েছেন প্রতিজন পাচঁ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা, ভারাটিয়া ব্যবসায়ী ২২ জন পেয়েছেন প্রতিজন পাচঁ হাজার টাকা করে একলক্ষ ১০ হাজার টাকা, বসতবাড়ী ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবার পেয়েছেন দুই বান্ডিল করে ঢেউটিন মোট ২৮ বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা, দোকান মালিক ও ব্যবসায়ী ২২ জন পেয়েছেন প্রতিজন দুই বান্ডির ঢেউটিন মোট ৪৪ বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে মোট এক লাখ ৩২ হাজার টাকা, দোকান মালিক ১৫ জন পেয়েছেন প্রতিজন ৫ হাজার টাকা করে ৯০ হাজার টাকা । এ নিয়ে সরকারি ভাবে মোট ১০২ বান্ডিল ঢেউটিন ও চার লক্ষ ৯১ হাজার টাকা বিতরন করা হয়েছে।