জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে বিয়ের তিনদিনের মাথায় শ্বশুর বাড়ী থেকে নববধুকে নিয়ে উধাও হয়েছে প্রেমিক যুবক সুমন হোসেন(২২)। ঘটনাটি বুধবার বিকালের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাস্থ ঝাঝরি গ্রাম থেকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় নববধুর শ্বশুর পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের শাহ আলমের ছেলে শামীম হোসেন অভিযোগ করেন যে,তার ছোট বোন শাপলা খাতুনকে গত ২৬ মার্চ চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শানা থানাস্থ ঝাঝরি গ্রামের আব্দার আলীর ছেলে আলামিনের সাথে বিয়ে দেয়। আমার উক্ত বোন সেখানে থাকা কালে ২৯ মার্চ বিকাল তিনটার দিকে আমার গ্রামের মহাসিন মেম্বারের ছেলে সুমন হোসেন(২২) আমার বোনকে ফুঁসলিয়ে কোথায় নিয়ে যায়। আমরা খোঁজাখুজি করেছি। কিন্তু এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে অভিযুক্ত সুমনের বাবা মহাসিন মেম্বারের দাবী আমার ছেলের সাথে শাপলা খাতুনের সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরে তারা একে অপরকে বিয়েও করতে চেয়েছিল। কিন্তু আমার অমতের কারণে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এখন শুনছি আমার ছেলে মেয়েটাকে তার শ্বশুর বাড়ী থেকে কোথায় নিয়ে চলে গেছে। আমার ছেলে এবং শাপলা তারা দু’জনই প্রাপ্ত বয়স্ক। এখন আমার আর কি করার আছে? মামলা মোকদ্দমা করতেই পারে। আমার ছেলের মোবাইল ফোনের সংযোগ বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনাটি অন্য থানা এলাকায় হওয়ায় এখানে আইনগত কোন সুযোগ নেই। ফলে মেয়ের অভিভাবকেরা দর্শনা থানায় একটি অভিযোগ করেছেন বলে শুনেছি।