জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের মাদক ব্যবসায়ী ছাদের আলী দীর্ঘদিন পর আবারও ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক হয়েছে। র্যাব সদস্যরা তাকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাঁকা আশতলা পাড়া নামক স্থান থেকে আটক করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
র্যাব সুত্র জানিয়েছেন,ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার বাঁকা আশতলাপাড়ায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন ভারত থেকে ফেনসিডিল পাচার করে নিয়ে আসছে। তারা এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে ছাদের আলীকে আটক করেন এবং তার নিকট থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
উল্লেখ,কালা গ্রামের ছাদের আলী মাদক ব্যবসার সাথে জড়িত নয় মর্মে নিজেকে দাবী করে আসলেও এলাকায় ব্যাপক গুঞ্জন সে মাদক ব্যবসার সাথে জড়িত। বেশ কয়েক বার বিজিবি-পুলিশ তাকে আটক করলেও যথেষ্ট প্রমাণের অভাবে তাকে বার বার ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।