বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুনের নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই(নিঃ) সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জান্টু রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জান্টু রহমান উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জান্টু রহমানের বিরুদ্ধে আদালত একটি মামলায় তার অনুপস্থিতিতে এক বছরের সাজা ঘোষনা করেন। কিন্তু জান্টু রহমান উক্ত মামলায় সাজা ঘোষনার পর আদালতে হাজির না হয়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ উক্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে শনিবার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন,জান্টু রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।