চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট বিতরন

বিশেষ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার (সরকারি ও এমপিওভুক্ত) অষ্টম,নবম এবং দশম শ্রেনী এবং প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দেয়া ৩৭৯টি ট্যাবলেট সোমবার সকালে বিতরণ করা হয়।

ট্যাবলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান,জেলা পরিসংখ্যানের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের নাগরিকবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় হতে আগত কোমলমতি শিক্ষার্থীগন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,চুয়াডাঙ্গা সদর ‍উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *