জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,সোমবার জীবননগর পান বাজারের সোহানা ভ্যারাইটিসের মালিককে নকল সিভিট বিক্রি, মেয়াদোউত্তীর্ণ তেতুলের আচার ও রঙ মিশ্রিত চকলেট বিক্রির করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে দোকানিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এসময় উপজেলা স্যানটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।