চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গায় ‘উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন ইসলাম ধর্মীয় নেতৃবৃন্দ, মসজিদ সমূহের ইমাম/খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকগণ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের ‘সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’ এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) একেএম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তারেক।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান,চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুফতি জুনায়েদ আল হাবিবিসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *