জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিয়াস ব্রিক্স নামের একটি ইটভাটাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পিয়াস ব্রিক্স (ইটভাটা) কতৃপক্ষ মাটি কাটছে বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল জীবননগর উপজেলার কাশিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ তে পিয়াস ব্রিক্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, জনস্বার্থে ধারা অব্যাহত থাকবে। এসময় জীবননগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।