জীবননগর অফিস:-
ঝিনাইদহ খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে নেপা মোড়ে অভিযান পরিচালনা করে তিন কেজি ১৩৯ গ্রাম ওজনের ২৭ টি সোনার বারসহ দু’কারবারীকে গ্রেফতার করেন। আটককৃত সোনার বর্তমান বাজার মুল্য দুই কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৫২০ টাক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহেশপুর থানায় মামলার প্রক্রিয়াধীন ছিল।
বিজিবি সুত্র জানায়,খালিশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাসুদ পারভেজ রানা এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,মহেশপুর সীমান্তের নেপা মোড়ের বাকোশপোতার জসিম স্টোরের পার্শ্ব দিয়ে মোটর সাইকেল দু’জন চোরা কারবারী একটি সোনার চালান পাচারের জন্য মহেশপুরের দিকে যাচ্ছে। তিনি এ সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপি ক্যাম্পের সদস্যদেরদেরকে নির্দেশনা প্রদান করেন। তাহার নির্দেশ মোতাবেক পলিয়ানপুর বিজিবি সদস্যরা একই দিন ১.৫০ মিনিটের দিকে সোনার বার পাচারকারীদেরকে আটকের নিমিত্তে কৌশলে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা দু’জন মোটর সাইকেল আরোহীকে আটক করেন। আটকৃতরা হচ্ছে-ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে রহুল আমিন(৩২) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম(২৬)। এসময় বিজিবি সদস্যরা আটককৃতদের দেহ তল্লাসী করে তাদের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে রাখা ২৭ টি সোনার বার উদ্ধার করেন। উদ্ধারকৃত সোনার ওজন তিন কেজি ১৩৯ গ্রাম। যার বর্তমান বাজার মুল্য দুই কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৪২০ টাকা। উক্ত সোনার বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করছিল বলে আটকৃতরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়। ঘটনার ব্যাপারে মহেশপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।